

মোঃ ওয়াজেদ আলী- সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার সদরপুরে ঐতিহ্যবাহী কারীরহাট দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান মাদরাসার সবুজ চত্বরে আজ ০১ ফেব্রুয়ারী ২০২৫ সকাল ৯ টায় অনুষ্ঠিত হয়েছে।
সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন মোঃ ফজলুর রহমান, অতিরিক্ত সচিব, স্হানীয় সরকার বিভাগ, স্হানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও এম.ডি, ওয়াসা, ঢাকা।
বিশেষ অতিথির আসন অলংকৃত করেন বিষ্ণুপদ ঘোষাল, জেলা শিক্ষা অফিসার ফরিদপুর, মোফাজ্জেল হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সদরপুর,কাজী শামিম আহমেদ উপজেলা সমাজ সেবা অফিসার সদরপুর। আরও উপস্থিত ছিলেন,শেখ গোলাম কাওছার ৫নং ভাষানচর ইউপি চেয়ারম্যান,মোঃ সুমন মোল্যা ইউপি সদস্য,মোঃ আইউব আলী শিকদার প্রধান শিক্ষক জনসংঘ আদর্শ উচ্চ বিদ্যালয়, মোঃ শাহিন আনোয়ার, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আকটেরচর এস,সি উচ্চ বিদ্যালয় প্রমুখ।
অতিথিদের আসন গ্রহণ, পতাকা উত্তোলন ও উদ্ভোধনী ভাষনের মাধ্যমে সকাল থেকে আকর্ষণীয় ইভেন্টে শিক্ষার্থীদের অংশগ্রহণ শুরু হয়। দক্ষ ও চৌকশ স্কাউটস এবং গার্লস গাইড তাদের নৈপূন্য প্রদর্শন করে। আকর্ষণীয় পর্বটি শুরু হয় যেমন খুশি সাজো ও অতিথিদের ভাগ্য পরীক্ষা নামক ইভেন্টে। শিক্ষক, শিক্ষার্থী, অতিথি, অভিভাবক ও গন মাধ্যমে কর্মীদের মিলন মেলায় মাদরাসার মাঠ প্রাঙ্গনে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। সব শেষে বিজয়ী ও আমন্ত্রিত অতিথিদের পুরষ্কার বিতরন করা হয়।