সদরপুর, (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুরে ১১ মাস পলাতক থাকা এক হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে সদরপুর থানা পুলিশ। ২০২৪ সালের ২৪ মার্চ, রবিবার সন্ধ্যা ৬:৪৫ মিনিটে সদরপুর ফরিদপুর আঞ্চলিক সড়কের সদরপুর থানা রোডে সোনালী ব্যাংকের সামনে সদরপুর উপজেলার
সাড়েসাতরশি গ্রামের জগদীশ সাহার ছেলে জিৎ সাহা (১৮), শেখ রহিমউদ্দিন (৮২) নামে এক বৃদ্ধকে পেছন দিক থেকে দ্রুত বেপরোয়া গতির মোটরসাইকেল দিয়ে ধাক্কা দেয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ঘটনার চার দিন পর, ২৮ মার্চ ২০২৪, নিহতের ছেলে মোঃ শহিদুল ইসলাম বাবুল সদরপুর থানায় সড়ক পরিবহন আইন-২০১৮ এর আওতায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত জিৎ সাহা পলাতক ছিলেন। মামলার বাদী শহিদুল ইসলাম বাবুল বলেন, “আমার বাবাকে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে হত্যা করা হয়েছে। ১১ মাস পর আসামি গ্রেফতার হয়েছে, এখন আমি ন্যায়বিচার চাই।”
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আঃ মোতালেব বলেন, “গতকাল সন্ধ্যায় সদরপুর বাজার থেকে পলাতক আসামি জিৎ সাহাকে গ্রেফতার করে আজ দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।”
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের বায়োডাটা, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), জেলা পরিষদ মার্কেট (২য় তলা), সদরপুর, ফরিদপুর। ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: [email protected] Web: http://kholakantha.com মোবাইলঃ +8801714140672
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের বায়োডাটা, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), জেলা পরিষদ মার্কেট (২য় তলা), সদরপুর, ফরিদপুর। ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: [email protected] Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672