বি এইচ টিটু- সদরপুর (ফরিদপুর) সংবাদ দাতাঃ
ফরিদপুরের সদরপুরে গতকাল শনিবার সকাল ১০টায় সাহিত্য পরিষদ সদরপুরের আয়োজনে ও ব্যবস্থাপনায় ঐতিহ্যবাহী বাবুরবাড়ি জমিদার বাড়িতে এক কবি সাহিত্যিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজগর আলী ফাউন্ডেশন, কাউলীবেড়া, ভাঙ্গা, ফরিদপুর, সদরপুর কন্ঠ চয়ন, সদরপুর, ফরিদপুর, চরভদ্রাসন লেখক পরিষদ, চরভদ্রাসন, ফরিদপুর, সাধারণ নাগরিক সমাজ, ভাঙ্গা, ফরিদপুর এর উদ্যোগে কথা সাহিত্যিক গাঙ্গচিল বাবুর সভাপতিত্বে ও ইমারত হোসেন বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা উপজেলো থেকে আগত কবি সাহিত্যিকের পদচারনায় মুখরিত হয় বাইশরশি জমিদার বাড়ি। অনুষ্ঠানে কবিগণ তাদের স্বরচিত ছাড়াও বিভিন্ন কবির কবিতা ছাড়া প্রবন্ধ আবৃতি করেন। পরিদর্শন করেন ঐতিহ্যবাহী জমিদার বাড়ির মনভোলানো সৌন্দর্য্যকে। স্টল থেকে ক্রয় করেন বিভিন্ন কবিদের প্রাকাশিত কবিতা ও উপন্যাসের বই। কথাসাহিত্যিক গঙ্গচিল বাবু বলেন- “দ্রুত বের হয় কষ্ আর ধীরে বের হয় রস” আমরা কয়েক বছর যাবৎ এই কলাপাতা সাহিত্য উৎসব আয়োজন করে আসছি। ক্রমেই আমাদের এই আয়োজনে সাড়া পাচ্ছি দেশের বিভিন্ন স্থানে অবস্থিত কবি সাহিত্যিকদের। সকলের সহযোগীতা পেলে আমরা আরো এগিয়ে যেতে পারবো। দুপুর ২টায় সকল কবি সাহিত্যিকগণ মাটিতে বসে কলাপাতায় খিচুড়ি খাওয়ার মধ্যদিয়ে অনুস্ঠানের সমাপ্তি হয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের বায়োডাটা, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), জেলা পরিষদ মার্কেট (২য় তলা), সদরপুর, ফরিদপুর। ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: [email protected] Web: http://kholakantha.com মোবাইলঃ +8801714140672
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের বায়োডাটা, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), জেলা পরিষদ মার্কেট (২য় তলা), সদরপুর, ফরিদপুর। ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: [email protected] Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672