ফকির আল মামুন, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের গনি বেপারীর ডাঙ্গী গ্রামে সেতু নির্মানের ৩ বছর পরও নির্মান হয়নি সেতুর দুই পাশের সংযোগ সড়ক। ফলে প্রায় কোটি টাকা ব্যায়ে নির্মিত এই সেতুটি কোন উপকারেই আসেনি পার্শ্ববর্তী গ্রামের সাধারণ জনগনের। এদিকে বর্ষা মৌসুমে স্থানীয়দের দূর্ভোগ বেড়েই চলেছে। স্থানীয়রা জানান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ম্যানেজ করে পুরো বিল উত্তোলন করে কাজ অসম্পূর্ণ রেখেই চলে গেছেন ঠিকাদারী প্রতিষ্ঠানটি ।
এ ব্যাপারে ইউ,পি চেয়ারম্যান আছলাম বেপারী জানান, এটা আমাদের আগের টার্মে টেন্ডারের কাজ। ইউ,পি সদস্য ( বর্তমানে সাময়িক বরখাস্ত) জানান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তকে জানানো হয়েছে, প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন।
স্থানীয় এলাকাবাসী বলেন শুধুমাত্র সংযোগ রাস্তা নির্মাণ না হওয়ার কারণে এতদিন ধরে সেতুটি দিয়ে মানুষ কিংবা যানবাহন চলাচল করতে পারছে না। তারা আরও বলেন, কোটি টাকা খরচ করে সেতু নির্মাণ করা হয়েছে শুধুমাত্র সংযোগ সড়কের অভাবে সেতুটিকে বছরের পর বছর চলাচলের অনুপযোগী রাখার দায় কর্তৃপক্ষকে নিতে হবে। অবিলম্বে জনস্বার্থে সেতুটির সংযোগ সড়ক নির্মাণের দাবি জানান এলাকাবাসী।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের বায়োডাটা, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), জেলা পরিষদ মার্কেট (২য় তলা), সদরপুর, ফরিদপুর। ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: [email protected] Web: http://kholakantha.com মোবাইলঃ +8801714140672
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের বায়োডাটা, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), জেলা পরিষদ মার্কেট (২য় তলা), সদরপুর, ফরিদপুর। ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: [email protected] Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672