মোঃ ওয়াজেদ আলী, সদরপুর(ফরিদপুর)প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী ও প্রাচীন স্হপতি "বাইশরশি শিব সুন্দরী একাডেমী"র ১১১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান বিদ্যালয়ের সবুজ চত্বরে আজ ২৯ জানুয়ারী ২০২৫ সকাল ৯ টায় উদ্ভোধন করা হয়েছে।
অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সদস্য সচিব আবদুল বারেক মিয়ার সভাপতিত্বে ও সিনিয়র ইন্সট্রাক্টর মোঃ মাসুদ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলার দক্ষ উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া ইসলাম।
বিশেষ অতিথির আসন অলংকৃত করেছেন মোঃ মোফাজ্জেল হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সদরপুর। অতিথিদের আসন গ্রহণ, পতাকা উত্তোলন ও উদ্ভোধনী ভাষনের মাধ্যমে সকাল থেকে আকর্ষণীয় ইভেন্টে শিক্ষার্থীদের অংশগ্রহণ শুরু হয়। আকর্ষণীয় পর্বটি শুরু হয় যেমন খুশি সাজো ও অতিথিদের ভাগ্য পরীক্ষা নামক ইভেন্টে। শিক্ষক, শিক্ষার্থী, অতিথি, অভিভাবক ও গনমাধ্যমের কর্মীদের মিলন মেলায় একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছিলো। সব শেষে বিজয়ীদের পুরষ্কার বিতরন করা হয়।
১৯১৪ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির ইতিহাস এক বিচিত্র বর্ণের সপ্নীল ইতিহাস। ব্রিটিশ আমল, পাকিস্থান আমল আর স্বাধীন বাংলাদেশ এই তিন আমলের স্বাক্ষী বাইশরশি শিবসুন্দরী একাডেমী। বর্তমানে দেশের বিদ্যালয় সমূহের মধ্যে এ একাডেমী এক বিশেষ স্থান অধিকার করে আছে। এ বিদ্যানিকেতনটি মাতৃজঠর থেকে আলোর মুখ দেখেছিল সেই বৃটিশ শাসনামলে। কালের বিচিত্র অভিজ্ঞতার বিদ্যানিকেতনটি পরিণত হয়েছে এক প্রতিষ্ঠিত বিদ্যাঙ্গনে। এ শতাব্দী জীবন কালে সে তৈরী করেছে দেশবরণ্যে বহু মেধাসম্পন্ন ব্যক্তিত্ব।
বাইশরশি ফরিদপুর জেলার সদরপুর উপজেলার অন্তর্গত সদরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী একটি গ্রাম। এটি ভাঙ্গা এবং সদরপুর থানার সীমান্তবর্র্তী মিলন স্থলে অবস্থিত। এর পশ্চিমে স্রোতস্মিনী কাটাখালীর খাল প্রবাহিত। দক্ষিণে নুরল্যাগঞ্জ ইউনিয়ন। উত্তরে ডাক্তার বাজার এবং পূর্বে একাডেমীর প্রতিষ্ঠাতা জমিদার বাবুর বাড়ী ও বিশ্ব জাকের মঞ্জিল। ভৌগলিক দিক থেকে তৎকালীন এর অবস্থান এক দুর্গম ও অনুন্নত এলাকায়, এমনি একটি স্থানে প্রথম পর্যায়ে যারা উন্নয়নের গোড়া পত্তন করেন, তারা হচ্ছেন এ বাইশরশি বাবুর বাড়ির জমিদারগণ। পরবর্তীতে যারা নিরলস পরিশ্রম ও আর্থিক সহযোগীতা দিয়ে এর উন্নয়নে বিশেষ অবদান রেখেছেন তাঁদের শ্রদ্ধারত চিত্তে স্মরণ করতে হইল।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের বায়োডাটা, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), জেলা পরিষদ মার্কেট (২য় তলা), সদরপুর, ফরিদপুর। ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: [email protected] Web: http://kholakantha.com মোবাইলঃ +8801714140672
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের বায়োডাটা, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), জেলা পরিষদ মার্কেট (২য় তলা), সদরপুর, ফরিদপুর। ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: [email protected] Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672