

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলায় ডেভিল হান্টের অভিযানে ঢেউখালী ইউনিয়নের ওয়াজদ্দিন হাওলাদার কান্দি গ্রামের ইউনিয়ন আওয়ামীলীগের ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জয়নাল হাওলাদার (৪৫) কে সদরপুর থানা পুলিশ গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করেছেন। জানাগেছে, উক্ত জয়নাল হাওলাদারকে রাষ্ট্র বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে আজ দুপুরে চন্দ্রপাড়া বাজার থেকে চন্দ্রপাড়া ফাঁড়ির এসআই রায়হান আলী মোল্লা তাকে গ্রেফতার করেন।
এ ব্যাপরে সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ মোতালেব বলেন, উক্ত জয়নাল হাওলাদারের বিরুদ্ধে রাষ্ট্র বিরোধী কার্যকলাপ এবং অবৈধ ভাবে মাটিকাটা ও নারিঘটিত একাধিক অপরাধের সাথে সম্পৃক্ততা রয়েছে।