

চরভদ্রাসন(ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় অমর ২১শে ফেব্রুয়ারী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে রবিবার বেলা ৩টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন, চরভদ্রাসন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাদ ফারাবী, থানার অফিসার ইনচার্জ রজিউল্লাহ খান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প প কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান, কৃষি কর্মকর্তা মামুনুর রহমান, সমাজসেবা অফিসার জাহিদ তালুকদার, আনসার ও ভিডিপি অফিসার কুসুম দেওয়ান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, চরভদ্রাসন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান সিকদার, সাধারণ সম্পাদক আঃ কুদ্দুস আলী, মঞ্জু মৃধা, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, জাহাঙ্গীর কবির বেপারী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম ও সাংবাদিক আব্দুস ছালাম মোল্লাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, হাটবাজারের সভাপতি সেক্রেটারী, সুধী সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা ।
সভায় একুশে ফেব্রুয়ারিতে স্ব-স্ব প্রতিষ্ঠানে ভাষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয়।