সদরপুর (ফরিদপুর)প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরিফে প্রতিবছরের মতো এবারও দেশ-বিদেশ থেকে লক্ষাদিক ভক্ত আশেকান ও জাকেরানদের আগমন ঘটেছে। আর সকল হিন্দু ভক্ত আশেকান জাকেরানদের জন্য রয়েছে বিশাল আয়োজন, করা হয়েছে আলাদা হিন্দু ক্যাম্প। নারী ভক্তদের থাকা ও খাওয়ার জন্য রয়েছে ভিন্ন আয়োজন।
বিশাল জায়গা জুড়ে সারি সারি চুলা, চলছে রান্না। হাজারের অধীক চুলা জ্বলছে একযোগে। দিন রাত ২৪ ঘণ্টা দেশের বিভিন্ন স্থান থেকে আসা ভক্তদের জন্য চলছে রান্না, রান্নার কাজে নিয়োজিত রয়েছে ২০ হাজার স্বেচ্ছাসেবক। কেউ ভাত, কেউ ডাল কেউবা মাংস রান্না করছেন। প্রতি ঘণ্টায় রান্না হচ্ছে ৩ - ৪ লাখ মানুষের খাবার।আছে বিশাল খাবার মাঠ সেখানে সারিবদ্ধভাবে ভক্তরা মাটির বাসনে তাদের খাবার খাচ্ছেন। খাওয়া শেষে তারা নিজেরাই বাসনটি ধুয়ে রাখছেন নির্দিষ্ট জায়গায়। এত ভক্তের সমাগম হলেও নেই কোনো বিশৃঙ্খলা।
হিন্দু শালার দায়িত্বপ্রাপ্ত গৌরসেন বলেন আমি ৩০বছর বাবার কদম আছি, বাকি জীবনটা বাবার কদমে থাকতে চাই। তিনি আরো বলেন সনাতন ধর্মাবলম্বীদের পাশা-পশি মুসলিম সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের খাবার ও থাকার আলাদা-আলাদা ব্যবস্থা রয়েছে।নেই কোন জাতি ধর্মের ভেদাভেদ। এখানে ভাত, ডাল দিয়ে আলুর নাবড়া, গরু, খাসি, মুরগি মাংস রান্না করা হয় ভক্তদের জন্য।
ডি.এস.এফ বাহিনীর প্রধান কে এম মারুফ হোসেন জানান গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) ফজর নামাজের পর ফাতেহা শরীফ পাঠ ও তরিকতের আমল পালনের মধ্য দিয়ে ওরসের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। প্রতিদিন ফরজ আমলের পাশাপাশি পবিত্র কুরআন তেলাওয়াত, জিকির আজগার, মোরাকাবা-মোশাহেদা, ওয়াজ নসিহত, ওয়াজ মাহফিল এবং সুন্নাত এবাদতের পাশাপাশি নফল এবাদত চলছে। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র উরসে দেশ-বিদেশের বিপুল সংখ্যক ভক্ত-মুরিদান অংশ গ্রহন করেছে।
খাজাবাবা ফরিদপুরী (কু.ছে.আ.) কেবলাজান ছাহেবের স্থলাভিষিক্ত পীরজাদা মাহফুজুল হক মুজাদ্দেদী উরস চলাকালীন চার দিনই আশেকান জাকেরানদের সঙ্গে সাক্ষাৎ প্রদান করবেন। আগামী মঙ্গলবার ফজর নামাজ পর শাহসুফি ফরিদপুরী (কু ছে আ) রওজা জিয়ারত করা হবে। এরপর বিশ্ব শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে চার দিনের এই ওরস শরীফ।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের বায়োডাটা, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), জেলা পরিষদ মার্কেট (২য় তলা), সদরপুর, ফরিদপুর। ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: [email protected] Web: http://kholakantha.com মোবাইলঃ +8801714140672
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের বায়োডাটা, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), জেলা পরিষদ মার্কেট (২য় তলা), সদরপুর, ফরিদপুর। ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: [email protected] Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672