

শিবচর ( মাদারীপুর ) প্রতিনিধিঃ
মাদারীপুর জেলার শিবচর উপজেলার শিরুয়াইল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন।
বিদ্যালয়ের শিক্ষক সজল মাহমুদ নান্নুর সঞ্চালনায় বিশিষ্ট ক্রীড়াবিদ সুরুজ মাতুব্বর সূর্যো এর সার্বিক তত্ত্বাবধানে আলমগীর খন্দকারের দিকনির্দেশনায় প্রধান শিক্ষক মোহাম্মদ মেহেদী হাসান এর সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতান সম্পূর্ণ হয়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিরুয়াইল বিএনপির সাবেক সভাপতি সেলিম মোল্লা, শিরুয়াইল ইউনিয় বিএনপির সভাপতি আলমগীর খন্দকার, সাধারণ সম্পাদক মেজবাহউদ্দিন টিপু, বিসিষ্ট সমাজসেবক সালাম খন্দকার, মিজান বেপারী, শিরুয়াইল উচ্চবিদ্যালয়ের সাবেক সদস্য বিশিষ্ট সমাজসেবক লিটন মাতব্বর,কোহিনূর খন্দকার, শাহীন খন্দকার, জাফর গাছি, শিরুয়াইল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সাব্বির গাজী, কৃসক দলের নেতা এনায়েত মাতুব্বর, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ হেদায়েত ফরাজী, সাধারণ সম্পাদক রাজিব মাতুব্বর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাহাদাত হোসেন মিশুক প্রমুখ।