

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুরে ভ্রাম্যমান আদালত ভাসমান হকার উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করার অভিযান পরিচালনা করেছে। আজ দুপুরে উপজেলা সদরের বিভিন্ন রাস্তার পাশে অবৈধ দোকান উচ্ছেদ, অবৈধ পার্কিং উচ্ছেদ, দোকানের সামনের বর্ধিত অংশ উচ্ছেদ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা সদরপুর থানার অফিসার ইনচার্জ মোতালেব হোসেন খোকন, পাট উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান, চন্দ্রপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস,আই মোঃ রায়হান মোল্যা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দের উপস্থিতিতে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা বলেন, ফুটপাত দখলদারের কারনে যানজট সৃষ্টি হয়ে জনসাধারণ ভোগান্তিতে পড়ে। জনসাধারনের ভোগান্তি লাঘবে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং এটা অব্যহত থাকবে।