

মোঃ শাহাদাত হোসেন, স্টাফ রিপোর্টারঃ
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের পল্লী বাড়ি ঈদগা মাঠ প্রাঙ্গণে ভাঙ্গা উপজেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান এর সঞ্চালনায় মাস্টার নয়ন মাতব্বরের সভাপতিত্বে ইফতার ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক বায়েজিদুর রহমান মুন্সী, বিশেষ অতিথি পদ্মা বিভাগ যুব ফ্রন্টের সভাপতি মোঃ টিটু খান, ভাঙ্গা উপজেলা জাকের পার্টির যুব ফ্রন্টের সভাপতি শাহাদাত হোসেন, জাকের পার্টি নেতা বাবলু হাওলাদার, লুৎফর রহমান, রেজাউল, ভাঙ্গা পৌরসভা জাকের পার্টির সভাপতি রেজাউল করিম, কুয়েত প্রবাসী জাকের পার্টির সভাপতি আনোয়ার হোসেনসহ ভাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নের জাকের পার্টি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী, ইফতারের দোয়াও মোনাজাত করেন মাওলানা রেজাউল ইসলাম কাউসার।