শামীম আহমেদ, পাবনা জেলা প্রতিনিধি:
পাবনার সাঁথিয়ায় শুক্রবার দুপুর আড়াইটার দিকে মাধপুর -সাঁথিয়া সড়কের হাটবাড়িয়া মোল্লা পাড়া নামক স্থানেসিএনজি নছিমন মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজির আরও ৩ যাত্রী।
পারিবারিক ও প্রত্যক্ষদশী সুত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে আজিজল ও তার ছেলে সাঁথিয়া থেকে সিএনজি করে মাধপুর যাচ্ছিল। পথিমধ্যে সিএনজিটি হাটবাড়ীয়া মোল্লাপাড়া নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে একটি নছিমন এসে সিএনজি মুখোমুখি ধাক্কা দেয়। এতে ৫জন যাত্রি আহত হয়। স্থানীয়রা আশংকাজনকভাবে তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আজিজল ও তার ৭বছরের ছেলে লামকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় স্বজনদের আহাজারিতে হাসপাতাল এলাকায় হৃদয়বিদারক দৃশ্যের অবতরন হয়।
নিহত আজিজুল ও তার ৭ বছরের ছেলে লাম আটঘরিয়া উপজেলার লক্ষিপুর ইউনিয়নের কৈজুরি গ্রামের বাসিন্দা।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে আছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নসিমনটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের বায়োডাটা, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), জেলা পরিষদ মার্কেট (২য় তলা), সদরপুর, ফরিদপুর। ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: [email protected] Web: http://kholakantha.com মোবাইলঃ +8801714140672
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের বায়োডাটা, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), জেলা পরিষদ মার্কেট (২য় তলা), সদরপুর, ফরিদপুর। ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: [email protected] Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672