

বি এইচ টিটু- সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবী গ্রামে সিদ্দিক মোল্লা (৪৫) নামের এক ব্যাক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সদরপুর থানা পুলিশ। মৃত সিদ্দিক মোল্লা শৌলডুবী গ্রামের মল্লিক বাড়ীর মুসা মল্লিকের ছেলে। ১৪ মার্চ সন্ধ্যা ৭টার সময় সে বাড়ী থেকে বের হয়ে যায়। পরের দিন সকাল ৭টার দিকে স্থানীয় মহিলারা ফসলী জমিতে কাজ করতে গেলে জমির পাশে থাকা আম গাছের ডালের সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় আত্মহত্যা করা লাশ দেখতে পেয়ে ডাক চিৎকার করিলে সামান্য দুরে অবস্থিত মৃতের বাড়ি থেকে লোকজনসহ আশেপাসের এগিয়ে আসে।
ঘটনার সত্যাতা নিশ্চিত করে সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ মোতালেব বলেন, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরীর পরে বিস্তারিত জানা যাবে।