শামীম আহমেদ, পাবনা জেলা প্রতিনিধি:
বাবার মৃত্যুর পর জন্মের দিনই মা ফেলে অন্যত্র চলে গেছে। এরপর থেকেই মানবেতর জীবন পার করছে দুই শিশু। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভিডিও দেখে পাবনার আটঘরিয়ার সেই দুই এতিম ও অসহায় শিশুর দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তারেক রহমানের নির্দেশে শনিবার (১৫ মার্চ) সকালে আটঘরিয়ার চাঁদভা ইউনিয়নের সঞ্জয়পুরে তাদের হাতে তারেক রহমানের অনুদান তুলে দেয়া হয়। সেই সঙ্গে ধারাবাহিকভাবে মাসিক সাহায্য দেয়ার প্রতিশ্রুতি দেন।
চার বছর আগে সঞ্জয়পুরের রাজু প্রামাণিকের ছেলে আলতাফ প্রামাণিক এক শিশু ছেলে ও গর্ভবতী স্ত্রী রেখে সড়ক দুর্ঘটনায় মারা যান। এর কয়েক মাস পর স্ত্রী লাভলী দ্বিতীয় সন্তান প্রসব করেই ওইদিনই তাদের ছেড়ে চলে যায়। আর খোঁজখবর নেয়নি। অসহায় দুই শিশুর দায়িত্ব নেন দরিদ্র রাজু প্রামাণিক। বাড়ির সাথে ছোট একটা দোকান দিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। তাদের এমন করুণ অবস্থার একটি ভিডিও তারেক রহমান দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে খুঁজে বের করে বিএনপি নেতাকর্মীদের নির্দেশনা দেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের বায়োডাটা, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), জেলা পরিষদ মার্কেট (২য় তলা), সদরপুর, ফরিদপুর। ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: [email protected] Web: http://kholakantha.com মোবাইলঃ +8801714140672
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের বায়োডাটা, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), জেলা পরিষদ মার্কেট (২য় তলা), সদরপুর, ফরিদপুর। ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: [email protected] Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672