

শাহাদাত হোসেন, স্টাফ রিপোর্টার ফরিদপুর-
বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর-৪ আসনের চুড়ান্ত প্রার্থী মাওলানা মিজানুর রহমান বলেছেন, আমরা সকলে ভাই ভাই। কেউ কারো প্রতিপক্ষ নই। ইসলামিক চেতনার আলোকে ইসলামি মূল্যবোধের মানবিক চর্চার পাশাপাশি মানবিক আচরণের অধিকারী হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দকে রিক্সা প্রতীকে বিজয়ের লক্ষ্য এগিয়ে যেতে হবে।
শনিবার বিকেলে ভাঙ্গা পৌর এলাকার ঐতিহাসিক ঈদগাহ মাদ্রাসায় পবিত্র মাহে রমজান মাসের উছিলায় ইফতার মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের ভাঙ্গা উপজেলার সভাপতি হাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসেন, মওলানা লিয়াকত হোসেন, হাফেজ নুরুল ইসলাম, হাফেজ মাওলানা মাহাবুল হক, মাওলানা মিজানুল হক, মুফতি আবু নাসের আয়ুবী, মাওলানা আবুল খায়ের, মাওলানা তলহা, হাফেজ কারী মাহবুবুর রহমান ইসলামের আলোকিত বিশ্লেষন ধারায় বক্তব্য রাখেন।
অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা নুরুল ইসলাম সাধারণ সম্পাদক ভাঙ্গা উপজেলা খেলাফত মজলিস।