

কলমে- শামীম আহমেদ, সাঁথিয়া, পাবনা।
তারিখ- ২০শে মার্চ ২০২৫ খৃষ্টাব্দ
একবার সুযোগ পেলে
আমি ফিলিস্তিন যাব,
ফিলিস্তিনে গিয়ে আমি
ইসলাম বাচাঁতে যুদ্ধ করব৷
সকালে ঘুম থেকে উঠেই
আমি ফিলিস্তিন যাব,
সব ইহুদিদের নিজ হাতে
হত্যা আমি করব৷
আজ না হলে কাল ঠিকই
আমি ফিলিস্তিন যাব,
ইহুদিদের সব আস্তানা আমি
বোমা মেরে উড়িয়ে দেব৷
ক’দিন পর হলেও সত্যি
আমি ফিলিস্তিন যাব,
মসজিদ আল আকসা আমি
বিপদমুক্ত করেই ছাড়ব৷
নিজেই নিজেকে বলছি আমি
আমি ফিলিস্তিন যাব,
ফিলিস্তিন গিয়ে আমি
আল্লাহর কাছে নিজেকে সপে দেব|