

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলায় গতকাল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির সাবেক সংগঠনিক সম্পাদক বাহলুল মাতুব্বরের সভাপতিত্বে উপজেলা শিল্পকলা মাঠ চত্বরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাকেব প্রাধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ফরিদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহজাদা মিয়াসহ দলের অন্যান্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।