

শামীম আহমেদ, পাবনা জেলা প্রতিনিধি:
পাবনার ফরিদপুর উপজেলা ডেমড়া ইউনিয়নের সৌন্দর্য কারুকার্য বিশিষ্ট্য মসজিদ ডেমড়া চরপাড়া আংশিক বৃ-কালিয়ানী আস- সালাম কেন্দ্র জামে মসজিদের ক্যাশিয়ার আলহাজ্ব মোঃ আজিজুল হকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২১শে মার্চ রোজ শুক্রবার বাদ জু’ম্মা তাকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। আলহাজ্ব মোঃ আজিজুল হক তিনি সুদীর্ঘ প্রায় ৫০ বছর ধরে ক্যাশিয়ারের দায়িত্ব পালন করে আসছিলো।
ডেমড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জুয়েল রানা বলেন, এ দীর্ঘ কর্মযজ্ঞে আমি মোঃ আজিজুল হকের বিরুদ্ধে কোন ত্রুটি বা অপরাধের কথা শুনিনাই। আমি তার সর্বাঙ্গ মঙ্গল কামনা করি।
এ সময় এলাকার সম্মানিত মুসল্লী কেরামগণসহ উপস্থিত ছিলেন ডেমড়া আস সালাম কেন্দ্র জামে মসজিদের সভাপতি মো: আবুল কাশেম প্রাং, সেক্রেটারি মো: মোশারফ হোসেন নান্নু , মো: রেজাউল করিম খোকন , মসজিদ খতিব মাওলানা শামীম আহমেদ ও মসজিদের ওয়াক্তিয়া ইমাম হাফেজ মাহমুদুল হাসান সিরাজী, মো: আলম হোসেন প্রমুখ।