

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর-৪ আসনের চুড়ান্ত প্রার্থী মাওলানা মিজানুর রহমান বলেছেন, আমরা সকলে ভাই ভাই। কেউ কারো প্রতিপক্ষ নই। ইসলামিক চেতনার আলোকে ইসলামি মূল্যবোধের মানবিক চর্চার পাশাপাশি মানবিক আচরণের অধিকারী হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দকে রিক্সা প্রতীককে বিজয়ের লক্ষ্য এগিয়ে যেতে হবে।
আজ বিকেলে সদরপুর উপজেলা পরিষদ জামে মসজিদ প্রঙ্গনে পবিত্র মাহে রমজান মাসের উছিলায় ইফতার মাহফিল অনুষ্ঠানের প্রধান মেহমানের বক্তব্যে এসব কথা বলেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের সদরপুর উপজেলা শাখার সভাপতি মুফতি মুহাম্মাদ জাকির হোসাইন ফরিদী এর সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওঃ আমজাদ হোসাইন, প্রধান আলোচক হিসেবে ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আবু নাসের আইয়ুবী, প্রশিক্ষন সম্পাদক হাফেজ আব্দুল আউয়ালসহ ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওঃ হাফিজুর রহমান, চরভদ্রাসন উপজেলার সভাপতি মুফতি জাকারিয়া, সদরপুর এতিমখানা ও মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওঃ আসাদুজ্জামান, হাফেজ ক্বারী মাহবুবুর রহমান, মাওঃ রাকিব হাসান উসমান উপস্থিত থেকে ইসলামের আলোকিত বিশ্লেষন ধারার আলোচনায় অংশ নেন।
অনুষ্ঠানে সুমধুর কন্ঠে কোরআন তেলাওয়াত করেন মিশর আল আজহার ইউনিভার্সিটির অনার্সের শিক্ষার্থী হাফেজ আব্দুল্লাহ আল মাহমুদ আল আজহারী।