

বিলায়েত হোসেন লিটন , বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় জামায়াতে ইসলামীর আমীরের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার তালমা মাদ্রাসার কাছে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ সোহরাব হোসেন প্রায় তিন শতাধিক মুসলিমসহ সনাতন ধর্মাবলম্বী হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন তালমা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোঃ এনায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিদুজ্জামান, জামায়াতের অন্যান্ন নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
হতদরিদ্ররা ঈদ সামগ্রী পেয়ে অনেক খুশি হয়েছেন বলে জানান জামায়াতে ইসলামীর নগরকান্দা উপজেলা শাখার আমির মাওলানা মোঃ সোহরাব হোসেন।