

শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধি:
পাবনা জেলার ফরিদপুর উপজেলা ডেমড়া ইউনিয়নের বিভিন্ন মসজিদের কর্মরত ইমাম ও মুয়াজ্জিনদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । আজ ২৯ শে মার্চ ২০২৫ ইং রোজ শনিবার সকাল ১০টার সময় মাওলানা শামীম আহমেদ’র সঞ্চালনায় ও ডেমড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জুয়েল রানা’র সভাপতিত্বে ডেমড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন হাফেজ মুফতি মাওলানা আহমাদুল্লাহ বিন আনসারী বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন ডেমড়া পল্লী পাঠাগারের প্রতিষ্ঠা মো: শাহ আলম ডেমড়া ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী মো: ফজলুল হক সহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইমামদের মধ্য হতে বক্তব্য রাখেন ডেমড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মো: আব্দুল্লাহ ডেমড়া বাসস্টান্ড জামে মসজিদের ইমাম মাওলানা ফিরোজ হোসেন প্রমুখ এ ছাড়াও মুয়াজ্জিনদের মধ্য হতে বক্তব্য রাখেন ডেমরা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন মো: আব্দুল মুমিনসহ আরো বিভিন্ন মসজিদের কর্মরত ইমাম মুয়াজ্জিনগন। অনুষ্ঠানে শেষে ডেমড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জুয়েল রানার পক্ষ হতে শতাধিক ইমাম ও মুয়াজ্জিনদের আসন্ন ইদুল ফিতর উপলক্ষে ইদ উপহার হিসাবে একটা করে পাঞ্জাবী ও কিছু নগদ অর্থ প্রদান করেন।