ফরিদপুরের ভাঙ্গায় সরোয়ার মুন্সি নামে এক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের নামে হত্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
উপজেলার ঘারুয়া ইউনিয়নের সরোয়ার মুন্সি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে নীরহ গ্রামবাসীকে। শত শত বিক্ষুব্ধ গ্রামবাসী গতকাল শুক্রবার বিকাল ৫ টার দিকে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের হিরালদী গ্রামের আঞ্চলিক সড়কে মানববন্ধন করেন স্থানীয়রা। শতাধিক নারী-পুরুষসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা এতে অংশগ্রহণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের নভেম্বরে পাশ্ববর্তী সাউতিকান্দা গ্রামের বাসিন্দা ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তফা মাতুব্বরের নিকট থেকে পেঁয়াজবীজ ক্রয় করেন হিরালদী গ্রামের কতিপয় কৃষকেরা। ক্রয়কৃত পেঁয়াজবীজ অঙ্কুরিত না হওয়ায় ক্ষতিপূরণ চাওয়াকে কেন্দ্র করে গত ১২ ডিসেম্বর সকালে মোস্তফা মাতুব্বরের নেতৃত্বে কৃষকদের ওপর হামলার ঘটনা ঘটে। এহামলায় অন্ততপক্ষে ১০ জন কৃষক আহত হয়। সংঘটিত সংঘর্ষ চলাকালীন সময়ে সরোয়ার মুন্সী বাড়ি থেকে বেড়িয়ে দাঙ্গা দেখতে গিয়ে তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে ফিরে আসার কদিন পর মারা যায়।
২৩জনকে আসামি করে ভাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করা হয় বলে অভিযোগ মানববন্ধনে উপস্থিত নারী ও পুরুষের।
স্থানীয় মিজানুর রহমান জানান, কৃষকদের ওপর অতর্কিত হামলাকে কেন্দ্র করে পাল্টা হামলা দেখার সময় আঘাতপ্রাপ্ত হয় সরোয়ার মুন্সি। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে ওঠেন। তিনি গত বছর ২১ জুন বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। স্বাভাবিক মৃত্যুকে ভিন্নখাতে প্রবাহিত করেন সাউতিকান্দা গ্রামের মোস্তফা মাতুব্বর, আওলাদ মাতুব্বরসহ কয়েকজন। মিজানুর রহমান অভিযোগ করে বলেন, এ মামলায় নিরীহ একই গ্রামের ফরিদুজ্জামান লাবলু ও তার বৃদ্ধ বাবা হাজী আব্দুল সালামকে অসৎ উদ্দেশ্যে আসামী করা হয়েছে
মানববন্ধন অংশগ্রহণকারী ফরিদুজ্জামান লাবলুর স্ত্রী সম্পা বেগম বলেন, অসুস্থ শ্বশুর এবং আমার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমার শ্বশুর নিজে হাটতে পারে না, নিজের খাবার নিজে খাইতেও পারে না অথচ তিনি নাকি কোপ দিয়েছেন। আমরা এই মিথ্যা মামলা থেকে মুক্তি চাই। ইন্দনদাতা সহ জড়িতদের তিনি বিচার দাবী করেন।
এবিষয়টি নিয়ে জানতে মামলার বাদী আউলাদ মাতুব্বরের মুঠোফোনে কথা হলে তিনি সাংবাদিকদের বলেন, মৃত সরোয়ার মুন্সি আমার দলের লোক। আসামিরা বাঁচার জন্য মিথ্যা অভিযোগ ও অপপ্রচার ছড়াচ্ছে বলে দাবী করেন তিনি।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের বায়োডাটা, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), জেলা পরিষদ মার্কেট (২য় তলা), সদরপুর, ফরিদপুর। ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: [email protected] Web: http://kholakantha.com মোবাইলঃ +8801714140672
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের বায়োডাটা, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), জেলা পরিষদ মার্কেট (২য় তলা), সদরপুর, ফরিদপুর। ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: [email protected] Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672