

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুরে গতকাল বৃহস্পতিবার রাত ৯ টায় সদরপুর স্টেডিয়াম মাঠে সদরপুর উপজেলা উলামা পরিষদ কর্তৃক ১১৪ জন নবীন আলেমকে সম্মাননা স্মারক ও পাগড়ি প্রদান করা হয়েছে।
মাওলানা রাশেদুল ইসলামের সঞ্চালনায় উপজেলা উলামা পরিষদের এ আয়োজনে সদরপুর উপজেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা সাদিকুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেফাজত ইসলামের নায়েবে আমীর আল্লামা খলিল আহমদ কুরাইশী। বিশেষ অতিথি, কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
এসময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ঠ সমাজসেক ও রাজনীতিবিদ এম এম হোসোইন, মুফতি শফিকুল ইসলাম মাদানী, মুফতি আরিফ বিন হাবিব, মুফতি নেয়ামতুল্লাহ আল ফরিদীসহ আরো অনেকে।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ মাওলানা তোফাজ্জল হুসাইন, মুফতি মামুনুর রশিদ, মুফতি জাবের হুসাইন, মাওঃ হাফিজুর রহমান, মাওঃ রইসুল ইসলাম, মুফতি আখতার হুসাইন সার্বিক সহযোগিতা করেন।
অনুষ্ঠানে ১১৪ জন নবীন আলেমকে সম্মাননা ও পাগড়ি পরিয়ে দেন আগত অতিথিবৃন্দ।