মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদমবাড় ইউনিয়নে হালদার ভবনে জয়মনি বিশ্বাসের বংশধর দ্বিতীয় জ্ঞাতি মহাসম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদম বাড়ি ইউনিয়নের হালদার ভবনে সুব্রত বারুই এর পরিচালনায় প্রফুল্ল চন্দ্র হালদার পুণ্য এ সভাপতিত্বে সম্মেলনের সাধারণ সম্পাদক অনিমেষ বারুই এর সার্বিক তত্ত্বাবধানে প্রফেসর বিভূতিভূষণ বাড়ৈ এর দিকনির্দেশনায় ডাক্তার রবীন্দ্রনাথ হালদারের এর কলাকৌশলে বাদল চন্দ্র বিশ্বাস এর উদ্বোধনের মাধ্যমে জয়মনি এর বংশধর দ্বিতীয় জ্ঞাতি বংশীয় মহাসম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয় কালী প্রকাশনীর ম্যানেজিং ডিরেক্টর অজয় সরকার জয়, বিশেষ অতিথি পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক সোহেল পারভেজ, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক বিশ্বজিৎ নাদিম, সৈয়দ আবুল হোসেন ABC কলেজের অধ্যক্ষ অসীম সরকার।
এছাড়াও আরো বক্তব্য রাখেন বিনোদ রঞ্জন গায়েন, সত্যরঞ্জন গাযয়েন, অপূর্ব কুমার গায়েন, রবীন্দ্রনাথ গায়েন, রবীন্দ্রনাথ হালদার, সম্মেলনের সাধারণ সম্পাদক অনিমেষ বারই, অধ্যাপক বিভূতিভূষণ বারই, পুলিন চন্দ্র বারই প্রফেসর পলাশ চন্দ বালা, অশোক বৈদ্য, মাস্টার বিপুল বারই প্রমুখ।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের বায়োডাটা, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), জেলা পরিষদ মার্কেট (২য় তলা), সদরপুর, ফরিদপুর। ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: [email protected] Web: http://kholakantha.com মোবাইলঃ +8801714140672
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের বায়োডাটা, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), জেলা পরিষদ মার্কেট (২য় তলা), সদরপুর, ফরিদপুর। ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: [email protected] Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672