ফরিদপুরের ভাঙ্গায় ১০ বছরের শিশু নাতিকে ধর্ষন করেছে পাশের বাড়ি দাদা দেলোয়ার মোল্লা (৫৫)। ধর্ষণের ঘটনায় মঙ্গলবার রাতে সালিশি বৈঠকে প্রভাবশালী দাদা দেলোয়ার মোল্লাকে দুই লাখ টাকা জরিমানা করেছে স্থানীয় মাদবরেরা। এ ঘটনায় বুধবার দুপুরে ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের হরুপদিয়া গ্রামে ধর্ষক দেলোয়ার মোল্লার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী। দাদা দেলোয়ার মোল্লা (৫৫) হরুপদিয়া গ্রামের ধলা মোল্লার পুত্র। ধর্ষণের ঘটনার সংবাদ পেয়ে ভাঙ্গা থানার ওসি সহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশু ও তার মা-বাবার জবানবন্দি রেকর্ড করেন। পরে তাদেরকে ভাঙ্গা থানায় নিয়ে আসে। ধর্ষণের শিকার শিশুর বাবা রবিউল মোল্লা বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি ধর্ষণের মামলার প্রস্তুতি নিচ্ছে।
এ বিষয় ধর্ষনের শিকার শিশুর বাবা রবিউল মোল্লা ও তার মা জানায়, সোমবার দুপুরে আমরা নতুন ধানের শিন্নি রান্না করেছি । পাশের বাড়ির সম্পর্কে দাদিকে শিন্নি দিতে আমার মেয়েকে পাঠাই। দাদি ঘুমানো থাকায় মেয়ে ঘরের ভিতরে প্রবেশ করার সাথে সাথে তাকে জোরপূর্বক মুখ বন্ধ করে ধর্ষন করে দাদা। মেয়েকে এ বিষয়ে কাউকে কিছু বললে জানে মেরে ফেলবে মর্মে হুমকি প্রদান করে দেলোয়ার মোল্লা। মেয়েটি বাড়ি এসে পুরো ঘটনা তার মায়ের কাছে বলে দেয় এবং দেখায়। মেয়ের বক্তব্য প্রকাশ করার মত ভাষা আমাদের নাই। আমরা গরীব মানুষ, আমরা দেলোয়ারের দৃষ্টান্তমুলক শাস্তি ফাঁসি চাই।
মেয়েটির পিতা রবিউল মোল্লা খোলাকন্ঠকে বলেন, ঘটনার পরদিন মঙ্গলবার রাতে দেলোয়ারের বাড়িতে এ বিষয় মিমাংশার জন্য একটি সালিশ বৈঠক হয়। সেখানে মাদবরেরা দেলোয়ারকে দুই লাখ টাকার জরিমানা করেন । পরে আমাকে একটি সাদা ষ্টাম্পে সাক্ষর দিতে বলে। আমি সাক্ষর দিতে রাজি না হওয়ায় আমাকে মারধর করে এবং আমাকে আমার মেয়েকে চিকিৎসা করাতে নিষেধ করে মাদবরেরা। মেয়ের অবস্থা খারাপ দেখে পুকুরিয়া বাজারে গিয়ে একটি ঔষধের দোকান থেকে কিছু ঔষধ কিনে মেয়েকে খাওয়াই। বর্তমানে মেয়েটা কিছুটা সুস্থ হয়েছে। ঘটনা জানাজানি হলে সদরপুর সাংবাদিক ফোরামের সভাপতি আবুল বাসার মিয়া, সাধারণ সম্পাদক বি এইচ টিটু, কোষাধ্যক্ষ সালাউদ্দিন আহমেদসহ ভাঙ্গার সাংবাদিকবৃন্দ ও বিএনপির উপজেলার নেতৃবৃন্দ এবং গ্রামবাসী আমাদের পাশে দাঁড়িয়েছে।
এ ব্যাপারে ধর্ষক দাদা দেলোয়ার মোল্লার ঘরে তালা মেরে গা-ঢাকা দিয়েছে। বর্তমানে তার মোবাইল বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয় নাই।
গ্রামবাসী অনেকের বক্তব্য থেকে জানাযায়, হরুপদিয়া গ্রামের কিছু মাদবররা এঘটনা গোপনে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল । তবে ঘটনার সাথে জড়িত দেলোয়ার মোল্লাকে ২ লাখ টাকা জরিমানা করেছে স্থানীয় মাদবরেরা। মেয়ের বাবা টাকা না নেওয়ায় তাকে মারধর করেছে দেলোয়ারের লোকজন। পুলিশ আসার সংবাদ পেয়ে এলাকার প্রভাবশালী মাদবরেরা গা-ঢাকা দিয়েছে। শিশুটির বাবা অত্যন্ত গরিব দিনমজুর। আমরা গ্রামবাসী দেলোয়ারের বিচার সহ শাস্তি দাবী করছি।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ওসি মোঃ আশরাফ হোসেন জানান, বুধবার বেলা তিনটার দিকে ধর্ষণের ঘটনার একটি সংবাদ পেয়ে ভাঙ্গা উপজেলার নূরুল্লাগঞ্জ ইউনিয়নের হরুপদিয়া গ্রামে রবিউলের বাড়িতে পৌছাই। ভিকটিম শিশু ও তার মা-বাবার জবানবন্দি রেকর্ড করি। এরপর তাদের সকলকে থানায় নিয়ে আসি। এ ঘটনার আজ রাতে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের বায়োডাটা, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), জেলা পরিষদ মার্কেট (২য় তলা), সদরপুর, ফরিদপুর। ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: [email protected] Web: http://kholakantha.com মোবাইলঃ +8801714140672
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের বায়োডাটা, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), জেলা পরিষদ মার্কেট (২য় তলা), সদরপুর, ফরিদপুর। ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: [email protected] Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672