আওয়ামী লীগ নেতা রফিক মাতুব্বর ক্ষমতার দাপটে এখনও মাটি কাটার অবৈধ লিক চালিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। জনসমক্ষে রাতের আঁধারে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার মানিকদাহ ইউনিয়নের ফাজিলপুর বড় বিলে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ফসলের জমি নষ্ট করার পাশাপাশি নিজের পকেট ভারী করছে। টানা তিন মাস ধরে রফিক মাতুব্বরের নিয়ন্ত্রনে ভেকু দিয়ে মাটি কাঁটার মহোৎসবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কয়েক একর ফসলের জমি। নষ্ট হচ্ছে গ্রামীণ জনপদের রাস্তা ঘাট। গরমের সময় ধুলোয় বালিতে মিশে একাকার বিনষ্ট হচ্ছে পরিবেশ। বর্তমানে মাধ্যমিক পরীক্ষা চলছে একাধিক পরীক্ষার অভিভাবক সাংবাদিকদের অবগত করেন রাতে টলির বিকট শব্দে ছেলেমেয়েদের পড়াশুনার চরম বিঘ্ন ঘটে |
স্থানীয় সূত্র মতে, দিনের বেলায় প্রশাসনকে ফাঁকি দিয়ে রাতে সন্ধ্যা নামলেই ভেকু মেশিন দিয়ে শতাধিক ট্রাকে মাটি ভরাটের কাজ শুরু হয়। মাটি কাটার কাজ চলে ভোরবেলা পর্যন্ত। রেললাইনের পাশে প্রায় ৫ একর জায়গা জুড়ে আওয়ামী লীগ নেতা রফিক মাতুব্বরের ক্ষমতার দাপট। স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ার সুবাদে কেউ তার বিরুদ্ধে মুখ খোলার সাহস অথবা প্রতিবাদ করার উপায় নেই। তার বিপক্ষে কোন কথা বললে সামাজিকভাবে বিবিধভাবে হয়রানি করা হয়। অভিযোগ আওয়ামী লীগ সরকারের পতনের পরেও আওয়ামী লীগ নেতার পরিচয়ে অবৈধ বালু কাটার লিক তিন মাসের অধিক সময়ে ব্যবসা সম্প্রসারণ করে চলছে।
স্থানীয় বসতি ইকরাম আলী জানান, গত তিনমাসের অধিক সময় নিয়ে নিজেকে আওয়ামী লীগ নেতার পরিচয় ভেকু মেশিন চালিয়ে মাটি কাটার জমজমাট ব্যবসা করে আসছে। দীর্ঘদিন যাবৎ অবৈধ ড্রেজিং মেশিন ও ভেকু মেশিন ক্ষমতা বলে চালিয়ে আসছে।
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, বিষয়টি তিনি নিশ্চিত নন। সাংবাদিকদের কাছ থেকে জানার পর অবৈধ বালু কাটার ভেকু মেশিনের ঘটনাটি সহকারী কমিশনার ভূমিকে জানানো হয়েছে। এবিষয়ে অভিযান চালিয়ে জব্দ করার জন্য। ঘটনাস্থানে ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি মিশকাতুল জান্নাত রাবেয়া ঘটনার সত্যতা স্বীকার করেন এবং বেকু মেশিন অন্যান্য সামগ্রী স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় জমা প্রদান করেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের বায়োডাটা, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), জেলা পরিষদ মার্কেট (২য় তলা), সদরপুর, ফরিদপুর। ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: [email protected] Web: http://kholakantha.com মোবাইলঃ +8801714140672
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের বায়োডাটা, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), জেলা পরিষদ মার্কেট (২য় তলা), সদরপুর, ফরিদপুর। ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: [email protected] Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672