

শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধি:
ছাত্রজীবনের প্রথম পাবলিক পরীক্ষা এসএসসি। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) শুরু হয়েছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এ বছর ১১টি শিক্ষা বোর্ডের সর্বমোট ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।এ বছর কেন্দ্রের প্রয়োজনীয় নিরাপত্তা ও ভিতরে পরিবেশ একটু ভিন্ন ছিল। নানা চ্যালেঞ্জ থাকলেও সুষ্ঠুভাবে একটি পরীক্ষা শেষ হলো।প্রশ্নফাঁসের কোনো ঘটনা ঘটেনি বা আগের রাত্রে অনলাইনে প্রশ্নপত্র কেঊ পেয়েছে এরকমও শুনিনী। কর্তৃপক্ষ বলছেন যদি কোন ব্যক্তি এ রকম কাজ করে থাকে আর সেটা যদি প্রমানিত হয় তাহলে তার ব্যাপারে কঠোন আইনানুগ ব্যবস্হ্যা গ্রহন করা হবে কোন প্রকার ভাবে কাউকে ছাড় দেওয়া হবেনা। বিশেষ কোনো মহলের গুজব নিয়ে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী।