মহিবউল্লাহ কিরন, বরগুনা
"Don't Sell Our Future (আমাদের ভবিষ্যৎ বিক্রি করো না)" স্লোগানে বরগুনার আমতলীতে এক্টিভিস্টা সদস্যদের উদ্যোগে, গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশ এর সহযোগিতায়,নজরুল স্মৃতি সংসদ এর আয়োজনে একশন ফর ট্রান্সফরমেশন প্রকল্পের আওতায় জলবায়ু ন্যায্যতা এবং জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বন্ধে গ্লোবাল ক্লাইমেট একশন ২০২৫ উদযাপন করা হয়েছে।
এ সময় ক্লাইমেট স্ট্রাইক এক্টিভিস্টা বরগুনার ইয়ুথ সদস্যরা বাংলাদেশের পক্ষে কিছু দাবি তুলে ধরেন, তার মধ্যে অন্যতম হলো গ্রীন হাউস গ্যাস নি:সরণ কমানো, জ্বালানী নীতিতে নারীদের অবস্থান সুদৃঢ় করা, ন্যায্যতার ভিত্তিতে জলবায়ু তহবিল বৃদ্ধি ও তাতে ভুক্তভোগী দেশগুলোর অভিগম্যতা সহজীকরণ ইত্যাদি দাবীতে ইয়ুথ সদস্যরা উপজেলার প্রেসক্লাবের সামনে ক্লাইমেট স্ট্রাইক করেন।
একশন ফর ট্রান্সফরমেশন প্রকল্পের ইয়ুথ সদস্যদের সাথে উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন একশন ফর ট্রান্সফরমেশন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো.লিমন বিশ্বাস, এনএসএস নির্বাহী পরিচালক শাহবুদ্দিন পান্না, খায়রুল বাসার বুলবুল - সভাপতি আমতলী উপজেলা শাখা দুদক এবং প্রকল্পের অন্যান্য কর্মকর্তাগণ।
এনএসএস নির্বাহী পরিচালক শাহবুদ্দিন পান্না বলেছেন সাধারণ জনগণের পাশাপাশি সরকারকে এগিয়ে আসতে হবে এই জলবায়ু পরিবর্তন রোধে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের বায়োডাটা, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), জেলা পরিষদ মার্কেট (২য় তলা), সদরপুর, ফরিদপুর। ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: [email protected] Web: http://kholakantha.com মোবাইলঃ +8801714140672
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের বায়োডাটা, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), জেলা পরিষদ মার্কেট (২য় তলা), সদরপুর, ফরিদপুর। ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: [email protected] Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672