

বিলায়েত হোসেন লিটন
বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় ফিলিস্তিনের গাজায় ইসরায়েল কতৃক মুসলিমদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা উপজেলা মডেল মসজিদের সামনে তৌহিদী জনতার ব্যানারে ফিলিস্তিনের গাজায় ইহুদীবাদী রাষ্ট্র ইসরায়েল কতৃক মাজলুম মুসলিম হত্যা ও ভারতে উগ্র হিন্দুত্ববাদীদের দ্বারা মুসলিমদের জোরপূর্বক ভূমি দখল ও বর্বর হামলার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে নগরকান্দা মদিনাতুল উলুম মাদ্রাসার মোহতামীম ইসমাতুল্লাহ কাসেমী, শাকপালদিয়া মাদ্রাসার মোহতামীম মাওলানা লিয়াকত হোসেন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সাবেক সাংগঠনিক সম্পাদক ও কোদালিয়া শহীদনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামান অনু, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, মুফতি আসাদুজ্জামান, মুফতি মুস্তাফিজুর রহমান, মাওলানা কামরুজ্জামান, মাওলানা নুরুল আমিনসহ আরো উলামায়ে কেরামবর্গ বক্তব্য রাখেন।
বক্তারা অনতিবিলম্বে ইসরায়েলের পণ্য বর্জন, ডিলার ও প্রতিনিধিদেরকে ইসরায়েলের তৈরী পণ্য বাজারজাত ও বিক্রি না করারও আহ্বান জানান।
পরে শত শত ধর্মপ্রাণ মুসল্লীরা বিশাল মিছিল বের করে।