শামীম আহমেদ
পাবনা জেলা প্রতিনিধি
পাবনার সাঁথিয়ায় হরিজন সম্প্রদায়ের এক কন্যা ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ।
বৃহস্পতিবার ( ১০ এপ্রিল ২০২৫) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে উপস্থিত হয়ে নিজ উদ্যেগে নোটারি পাবলিকের মাধ্যমে অঙ্গিকার পত্র জমা দেন।
তার পূর্বের নাম ছিল আদুরী, পিতা বোম লাল, সাং কোনাবাড়িয়া, (উপজেলা চত্ত্বর)।বর্তমান নাম – মোছাঃ সুমাইয়া আক্তার আদুরী।
আদুরী সম্পর্কে জানা গেছে- সে কিছু দিন পূর্ব থেকেই ইসলাম ধর্মে আগ্রহী হয়ে নিয়মিত নামাজ, রোজা ধর্মীয় বইপত্র পড়াশোনা করতেন এবং নিজে পর্দা করে চলতেন। তিনি বেশ কিছু দিন আগে থেকেই সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজের পরিস্কার পরিছন্নতা কর্মী হিসেবে কর্মরত রয়েছেন। তিনি আজ বৃহস্পতি্ার বিকাল ৩ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে- থানা পুলিশের সহায়তায় নিজ উদ্যোগে কোর্ট মারফত নোটারী পাবলিকের নথিপত্র দাখিল করেন।
এ সময় আদুরীর পিতাসহ তার পরিবার ও তার আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন। পরবর্তীতে আদুরী এবং তাহার পিতা আলাদা আলাদা স্ট্যাম্পের মাধ্যমে উভয়ের সাথে উভয় সম্পর্ক ছিন্ন এবং আইনী কোন জটিলতা হলে কেহ কোন প্রকার দায়ী থাকিবে না বলে অঙ্গীকার পত্রে সাইন করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না বলেন,ভোটার আইডি অনুযায়ী মেয়ের বয়স ২৯ বছর। বাস্তবে আরো বেশি হবে। বাংলাদেশের আইন অনুযায়ী সে তার নিজের সিদ্ধান্ত নিতে পারে। মেয়ে ইচ্ছাকৃতভাবেই কোর্টে গিয়ে এভিডেভিট করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের বায়োডাটা, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), জেলা পরিষদ মার্কেট (২য় তলা), সদরপুর, ফরিদপুর। ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: [email protected] Web: http://kholakantha.com মোবাইলঃ +8801714140672
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের বায়োডাটা, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), জেলা পরিষদ মার্কেট (২য় তলা), সদরপুর, ফরিদপুর। ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: [email protected] Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672