ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের খাটরা গ্রামের জিতেন মল্লিকের মেয়ে এসএসসি পরীক্ষাথী যুথি মল্লিক অপহরণের নয়দিন কেটে গেলেও তার সন্ধান না পাওয়ায় উদবিঘ্ন হয়ে ওঠেছেন কিশোরী যুথি মল্লিকের পরিবার।
পরিবারের দাবী অচিরেই যেন তারা মেয়েকে ফেরত পায় এজন্য সরকারের সহযোগীতা কামনার পাশাপাশি সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন।
শনিবার দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের কাছে মেয়েকে ফেরত পাওয়ার আশায় খাটরা গ্রামের মালোয়শীয়া প্রবাসী সংখালঘু জিতেন মল্লিকের সহধর্মীনি শিউলী রানী মল্লিক আবেগঘন পরিবেশে নিজের বক্তব্য তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, একই গ্রামের প্রতিবেশী আকাববার মোল্লার ছেলে কাওসার মোল্লা দীর্ঘদিন ধরে তার মেয়েকে রাস্তাঘাটে চলাচল করার সময় উত্তাক্ত করে আাসছিল। এনিয়ে বিভিন্ন সময়ে ছেলের পরিবারের কাছে অভিযোগ জানালেও তারা সঠিক কোন বিচার পায়নি বলে অভিযোগ করেন।
তিনি আরও বলেন চলতি বছরে আমার মেয়ে যুথি মল্লিক একজন এসএসসি পরীক্ষাথী ছিল। ৩ এপ্রিল বিকেলে যুথি রানী মল্লিক বাড়ির থেকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে কাওসার মোল্লা ও অজ্ঞাতনামা সহযোগীরা মেয়েকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। সম্ভাব্য সকল জায়গায় মেয়ের খোঁজ খবর নিয়ে না পাওয়ায় ভাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন ধারায় একটি মামলা দায়ের করেম। ভাঙ্গা থানা মামলা নাম্বার ৪/৯৯।
কাওসার মোল্লার পরিবারের অভিভাবক ইউপি সদস্য বাবু মোল্লা সাংবাদিকদের বলেন, মেয়ে ও ছেলে দুজনের তারাও খোঁজ করছেন কিন্তু মোবাইলফোন বন্ধ রাখায় তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না।
মামলার তদন্ত কর্মকর্তা ভাঙ্গা থানার এসআই মিজানুর রহমান জানান, মামলার সূত্রের মোবাইল ফোন নাম্বারের কল লিষ্ট ধরে ছেলে ও মেয়ের অনুসন্ধানের পাশাপাশি বিশেষ মাধ্যমে উদ্ধারের কাজ করছে পুলিশ। দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করা হবে বলে জানান।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের বায়োডাটা, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), জেলা পরিষদ মার্কেট (২য় তলা), সদরপুর, ফরিদপুর। ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: [email protected] Web: http://kholakantha.com মোবাইলঃ +8801714140672
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের বায়োডাটা, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), জেলা পরিষদ মার্কেট (২য় তলা), সদরপুর, ফরিদপুর। ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: [email protected] Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672