

মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনায় বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, আনন্দ শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিতঃ
এসো হে বৈশাখ, এসো এসো…
“বৈশাখের রঙ লাগাও প্রাণে” স্লোগানকে সামনে রেখে আজ সোমবার (১লা বৈশাখ) বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ শফিউল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জনাব মোঃ ইব্রাহিম খলিল মহোদয়।
সূর্যোদয়ের পরপরই জেলাধীন শিমুলতলা প্রাঙ্গনে প্রভাতী অনুষ্ঠানের মাধ্যমে “বর্ষবরণ অনুষ্ঠান —১৪৩২” এর কার্যক্রম শুরু হয়। এ সময় বরগুনা জেলাধীন বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী মনোজ্ঞ পরিবেশনার মাধ্যমে দিবসটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। সভার শুরুতে পুলিশ সুপার সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলা নববর্ষ বাঙালি জাতির নিজস্ব সংস্কৃতি, এটি আমাদের চর্চা ও লালন করতে হবে। যারা বাঙালি জাতীয়তাবাদ বিশ্বাস করে না, নিজেদের ঐতিহ্যকে লালন করতে জানেনা, তারাই কেবল বাংলা নববর্ষ উদযাপন বিরোধী অপপ্রচার চালায়। তাই বিশ্বের বুকে আমাদের জাতিস্বত্তাকে টিকিয়ে রাখতে হলে নিজেদের সংস্কৃতি লালন, ঐতিহ্য ধারণ ও চর্চা করতে হবে। তিনি নতুন বছরে সকলের মঙ্গল কামনা করেন। এরপরে সকাল ০৮:০০ ঘটিকায় অনুষ্ঠানে উপস্থিত সকলের অংশগ্রহনে ডিসি অফিস প্রাঙ্গন হতে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ আব্দুল হালিম সহ জেলা প্রশাসন, জেলা পুলিশ ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা—কর্মচারীবৃন্দ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।