ফরিদপুরের নগরকান্দায় উপজেলা প্রশাসন ও বিএনপির নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ (শুভ নববর্ষ) উদযাপন করা হয়েছে।
সোমবার সকালে বাঙ্গালীর প্রানের উৎসব বর্ষবরণ উদযাপনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য 'বর্ষবরন আনন্দ শোভাযাত্রা ' বের করা হয়। নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির এর নেতৃত্বে আনন্দ শোভাযত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনঃরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
সেখানে জাতীয় সঙ্গীত শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এসো হে বৈশাখ এসো এসো গান পরিবেশন করা হয়। সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে নগরকান্দা উপজেলা প্রশাসন আয়োজিত লোকজ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি মোঃ মাসুম বিল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার নগরকান্দা সার্কেল আসাদুজ্জামান সাকিল, নগরকান্দা থানা ভারপ্রাপ্ত মোঃ সফর আলী, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, উপজেলা কৃষি অফিসার তিলোক কুমার ঘোষ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জয়দেব সরকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, সরকারি এম এন একাডেমির প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া, শহীদ মুক্তি যোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলী মিঞা, প্রেসক্লাবের সাবেক সভাপতি শামচুল হুদা হুদু, প্রেসক্লাবের সাধারন সম্পাদক লিয়াকত হোসেন , সিনিয়র সহ-সভাপতি বিলায়েত হোসেন লিটন, সরকারি কর্মকর্তা, জন প্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা ও নানা শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। এ ছাড়া লাঠি খেলা , হাডুডু খেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর নেতৃত্বে দুইদিন ব্যাপী উপজেলা বিএনপির আয়োজনে বাংলা নববর্ষ পালিত হয়েছে।
সোমবার বিকালে ফরিদপুরের নগরকান্দার সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে নগরকান্দা উপজেলা বিএনপি আয়োজিত বর্ষবরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, নতুন বছর হোক নতুন প্রজম্মকে সাথে নিয়ে দেশ গড়ার বছর, দেশে গনতন্ত্র ফিরিয়ে আনার বছর, ভোটাধিকার ফিরে পাবার বছর, ভোটাধিকার প্রয়োগের বছর।
নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ - সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফের সঞ্চালনায় বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ- সভাপতি আলিমুজ্জামান সেলু, সহ - সভাপতি মাহাবুব আলী মিঞা, সহ - সভাপতি আলমগীর হোসেন বকুল, যুগ্ম- সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস, কেন্দ্রীয় যুবদল নেতা হাফিজুর রহমান শরীফ, সুপ্রিম কোর্টের সহকারী এটর্নি জেনারেল এ্যাডঃ জুয়েল এম সুমন, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, হেলালউদ্দীন হেলাল, রবিউল ইসলাম বাবু, শ্রমিক দলের আহ্বায়ক মাসুদুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা মিরান হোসেন,খালিদ হোসেন, জামাল মাতুব্বর, মহিলা দল নেত্রী নারগিছ বেগম, মাহমুদা খাতুন, রেবা আক্তার , ওলামা দল নেতা মজিবর রহমান, ছাত্রদল নেতা লিখন হোসেন, সুজন, বাবু প্রমুখ।
বিকালে গ্রাম বাংলার ঐতিহ্য লাঠি খেলা, হাডুডু খেলা, সাপ খেলা, যাদু প্রদর্শনী ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের বায়োডাটা, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), জেলা পরিষদ মার্কেট (২য় তলা), সদরপুর, ফরিদপুর। ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: [email protected] Web: http://kholakantha.com মোবাইলঃ +8801714140672
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের বায়োডাটা, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), জেলা পরিষদ মার্কেট (২য় তলা), সদরপুর, ফরিদপুর। ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: [email protected] Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672