মহিবউল্লাহ কিরন, বরগুনা প্রতিনিধি
গতকাল ১৭/৪/২৫ খ্রি: রাতে বরগুনা থানা শহর এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মাদক সেবনরত অবস্থায় ৬জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শেষে তাদের কে ডোপ টেস্ট করানো হলে রেজাল্ট পজিটিভ পাওয়া যায়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজু করা হয়েছে,
আসামিদের মধ্যে জাকির হোসেনকে এলাকাবাসী গ্রেফতার করতে সহায়তা করে। তার বিরুদ্ধে দস্যুতা মামলাসহ ৬টি চু*রি মামলার রয়েছে। তাদের ১৮/৪/২৫ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে আদালত সকল কে জেলখানায় প্রেরনের আদেশ দেন।
গ্রেফতারকৃতরা হলেন
১। মোঃ সিদ্দিকুর রহমান ওরফে জাকির হোসেন (৪৮), পিতা-মৃত মোশারেফ হোসেন, সাং-বরগুনা পৌরসভা (হাইস্কুল সড়ক, ৫নং ওয়ার্ড)
২। মোঃ আরাফাত ওরফে রাজু (২৭), পিতা-মৃত জাহাঙ্গীর হোসেন খান, সাং-লাকুরতলা,সোনালীপাড়া
৩। মোঃ লিয়ন হাং(১৯) পিতা-মিন্টু হাং সাং-খাজুরতলা ,আদর্শগ্রাম
৪। মোঃ নয়ন ফকির (১৯), পিতা- মোঃ মাসুদ ফকির, সাং-খাজুরতলা , আদর্শগ্রাম
৫। হৃদয় হাং (১৯), পিতা- মোঃ রফিক হাং, সাং-খাজুরতলা , আদর্শগ্রাম
৬।মো : শফিকুল ইসলাম(২৬) পিং মৃত রফেজ হাওলাদার সাং আব্দুল কাদের সড়ক, দক্ষিণ বরগুন ,৬ নং ওয়ার্ড বরগুনা পৌরসভা সর্ব থানা ও জেলা বরগুনা।(ওয়ারেন্ট ভুক্ত আসামী)
উক্ত বিষয়ে বরগুনা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন থানা শহরের নিরাপত্তা ও মাদক নির্মূলে আমাদের অভিজান অব্যাহত থাকবে এবং সর্ব সাধারণ কে মাদকের ব্যাপারে সকল রকমের তথ্য দিয়ে তারা পুলিশকে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের মাধ্যমে বিশেষভাবে অনুরোধ জানান।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের বায়োডাটা, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), জেলা পরিষদ মার্কেট (২য় তলা), সদরপুর, ফরিদপুর। ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: [email protected] Web: http://kholakantha.com মোবাইলঃ +8801714140672
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের বায়োডাটা, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), জেলা পরিষদ মার্কেট (২য় তলা), সদরপুর, ফরিদপুর। ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: [email protected] Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672