

মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনার তালতলীতে মায়ের সঙ্গে বাবা ঝগড়া করায় মো: আব্দুল ওয়াহাব সিকদার (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে তার নিজ ছেলে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল জানান, ‘আব্দুল ওয়াহাব সিকদারের সঙ্গে তার স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, কলহ বিবাদ ছিল দীর্ঘদিন ধরে। স্বামী আঃ ওহাব প্রায় তার স্ত্রীর বিরুদ্ধে পরকীয়া সম্পর্ক রয়েছে এমন অভিযোগ তুলে ঝগড়াঝাটি করতো।
শুক্রবার ১৮/৪/২৫ সকালে কলহে লিপ্ত হয় স্বামী স্ত্রী, এ ঘটনার জের ধরে ছেলে আবুল কাশেম দেশীয় ধারালো অস্ত্র দিয়ে বাবাকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে তালতলী হাসপাতালে ভর্তি করে।
তালতলী থানার অফিসার ইনচার্জ মো: শাহজালাল আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওয়াহাব সিকদারের স্ত্রী কাজল রেখা ও ছেলে আবুল কাশেমকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।