বরগুনায় জেলা শ্রমিক লীগের আহবায়ক হালিম মোল্লাকে বিশেষ ক্ষমতা আইনের সহ ৯টি মামলা থাকায় ডেভিল হান্ট অভিযানের মাধ্যমে গ্রেফতার করা হয়।
২০/৪/২৫ খ্রি: রাত ১২:০৫ মিনিটে হালিম মোল্লা (৫২) বরগুনা জেলা শ্রমিক লীগের আহ্বায়ক পিতা- মোশাররফ হোসেন মোল্লা সাং ৬ নং ওয়ার্ড বরগুনা থানাধীন লাকুরতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে বরগুনা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, হালিম মোল্লা বরগুনা থানার বিশেষ ক্ষমতা আইনের মামলা নং- ৬তারিখ ৪/০২/২০২৫ এর এজাহার নামীয় আসামি,হালিম মোল্লা বিভিন্ন সময় আইনশৃঙ্খলা অবনতি ঘটানোসহ রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্য কাজ করে আসছিল।
তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে-১ টি,চাঁদাবাজী-২ টি, বিস্ফোরক আইনে-১টি, মাদক আইনে-১ টি ,অন্যান্য ধারায়-৪টি সহ সর্বমোট= ০৯টি মামলা রয়েছে।
তাকে ২০/৪/২৫ সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের বায়োডাটা, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), জেলা পরিষদ মার্কেট (২য় তলা), সদরপুর, ফরিদপুর। ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: [email protected] Web: http://kholakantha.com মোবাইলঃ +8801714140672
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের বায়োডাটা, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), জেলা পরিষদ মার্কেট (২য় তলা), সদরপুর, ফরিদপুর। ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: [email protected] Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672