বরগুনার আমতলী উপজেলায় হারিয়ে যাওয়া একটি পার্সিয়ান জাতের সাদা বিড়ালকে খুঁজে পেতে শহরজুড়ে মাইকিং করেছেন মো:সানাউল্লাহ নামের এক যুবক।
বিড়ালটির সাতটি দুধের ছানা রয়েছে। ছানাগুলোর প্রাণ বাঁচাতে শনিবার রাতে আমতলী পৌর শহরে মাইকিং করেন তিনি। আজ রোববার সকালে কালে বিড়ালটির সন্ধান পাওয়া যায়।
গতকাল বেলা দেড়টার দিকে আমতলী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের এম.এ স্কুল সংলগ্ন মো: শাহরিয়ার বাড়ি থেকে সানাউল্লাহর পোষা সাদা রঙের পার্সিয়ান বিড়ালটি বের হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও বিড়ালটিকে পাওয়া যাচ্ছিল না। রাত সাড়ে ৯টার দিকে নিখোঁজ বিড়ালের সন্ধানে পৌর এলাকায় মাইকিং করা হয়।
সানাউল্লাহ বলেন, ‘প্রায় দেড় বছর বিড়ালটি বাসায় পালন করছি। মায়ের দুগদ্ধ পানে বেচে আছে ছানাগুলো, মা না থাকায় ছানা গুলোর অবস্থা দেখে মনে হয়েছে মা ছাড়া ওরা বাঁচবেনা তাই এক রকম বাধ্য হয়েই মাইকিং করি।
আজ রোববার ২০/৪/২৫ সকালে সানাউল্লাহ বলেন, ‘গতকাল আমার পোষা বিড়ালটি আমতলী পৌর শহরের বটতলা এলাকায় একটি বাড়িতে ঢুকে পড়েছিল,
ওই বাড়ির লোকজন বিড়ালটিকে আটক করে রাখে। রাতে বিড়ালের সন্ধানে মাইকিং এর সংবাদে আজ সকাল আটটায় তাঁরা বিড়ালটি বাসায় নিয়ে আসেন। মাইকিং করার কারণেই বিড়ালটই ফিরে পেয়েছি।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের বায়োডাটা, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), জেলা পরিষদ মার্কেট (২য় তলা), সদরপুর, ফরিদপুর। ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: [email protected] Web: http://kholakantha.com মোবাইলঃ +8801714140672
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের বায়োডাটা, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), জেলা পরিষদ মার্কেট (২য় তলা), সদরপুর, ফরিদপুর। ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: [email protected] Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672