

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় সোমবার সাংবাদিকের পিতা ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ — রাজিউন)।
রোববার সকাল এগারোটায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারাযায় নগরকান্দা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ভোরের কাগজ উপজেলা প্রতিনিধি নিজাম নকীব এর পিতা নগরকান্দা গ্রাম নিবাসী আব্দুল কাদের মাতুব্বর (৬৫)।
শনিবার বিকালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পরলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে ডাক্তারা বলেন সে ব্রেন স্ট্রোক করেছেন এবং তার অবস্থা গুরুতর। তিনি চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল এগারোটার দিকে ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী, ছয় কন্যা, এক পুত্র, নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
রোববার বাদ আসর নগরকান্দা মদিনাতুল উলুম মাদ্রাসা মাঠে জানাযা শেষে নগরকান্দা কবরস্থানে তার লাশ দাফন সম্পন্ন করা হয়।
তাহার মৃত্যুতে নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, দৈনিক অগ্রসর পত্রিকার সম্পাদক ও প্রকাশক, সাংবাদিক নেতা মোঃ মোস্তফা হোসেন চৌধুরী ও সিনিয়র সহ-সভাপতি বিলায়েত হোসেন লিটন গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মরহুমের জানাযায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ ও শত শত মুসল্লীরা শরীক হোন।