বরগুনার তালতলীর পচাকোড়ালিয়ায় স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করলেন রেজাউল ইসলাম (৩১) নামের এক যুবক। গোসল করার একটি ভিডিও ২০/৪/২৫ রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
রোববার (২০ এপ্রিল) রাত ১০টার দিকে তালতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। রেজাউল ইসলাম ওই এলাকার মো:কাঞ্চন হাওলাদারের ছেলে।
দুধ দিয়ে গোসল করার কারণ জানতে চাইলে রেজাউল ইসলাম বলেন, ২০১৯ সালে একই উপজেলার শারিকখালী ইউনিয়নের আঙ্গারপাড়া এলাকার সিদ্দিক শিকদারের মেয়ে সাথী আক্তারের সাথে পারিবারিকভাবে বিয়ে আবদ্ধ হই।
বিয়ের পর আমাদের পরিবারে এক ছেলের জন্ম হয়। তার বয়স এখন চার বছর। আমার স্ত্রী তার মায়ের কু-বুদ্ধিতে বিভিন্ন অজুহাতে পরিবারে অশান্তি সৃষ্টি করতে থাকেন, আমি বারবার তাকে সতর্ক করার পরও ছেলের মুখের দিকে তাকিয়ে সংসার করতে বাধ্য হই।
এ ঘটনা নিয়ে পারিবারিকভাবে বেশ কয়েকবার সালিশ-বৈঠকেও বসা হয়। বসার পরেও কোনো মীমাংসা হয়নি।
রোববার ১৯/৪/২৫ বিকেলে দুই পক্ষের গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যানসহ উভয় পক্ষের লোকজনের উপস্থিতিতে স্ত্রীকে তালাক দিই। তারপর আমি ২০ লিটার দুধ দিয়ে গোসল করার মাধ্যমে আমি পাপমুক্ত হতে চাই। আমি নতুন করে আবার জীবন গড়তে চাই। তবে এ ব্যাপারে সাথী আক্তার সাংবাদিকদের কোনো বক্তব্য দিতে রাজি হননি।
রেজাউলের চাচাতো মামাতো ভাইয়েরা বলেন বিকেলে কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদে তাদের তালাক এর পর বাড়িতে আসলে রাত ১০টার দিকে ভাইকে ২০ লিটার দুধ দিয়ে গোসল করিয়ে পাপমুক্ত করে ঘরে তুলেছি।
রেজাউলের বাবা কাঞ্চন হাওলাদার বলেন ওদের চার বছরের একটি সন্তান আছে।
এই সন্তানের এখন কী হবে, সন্তানের কথা চিন্তা করে রেজাউলের অই বউয়ের সাথে সংসার করা উচিত ছিল কিন্তু ছেলেকে মানাতে পারিনি।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের বায়োডাটা, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), জেলা পরিষদ মার্কেট (২য় তলা), সদরপুর, ফরিদপুর। ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: [email protected] Web: http://kholakantha.com মোবাইলঃ +8801714140672
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের বায়োডাটা, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), জেলা পরিষদ মার্কেট (২য় তলা), সদরপুর, ফরিদপুর। ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: [email protected] Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672