ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের নিখরহাটি গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনা কে কেন্দ্র করে মোঃ মাসুম সরদার বাদী হয়ে ৭ জন কে আসামী করে নগরকান্দা থানায় একটি মামালা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাদী মাসুম সরদারের বাবা অহিদ সরদারের সাথে জমিজমা ভোগ দখল নিয়ে পূর্ব থেকে শত্রুতা, কোন্দল ও মনোমালিন্য চলে আসছিলো একই বাড়ির বাসিন্দা মোঃ সোবাহান সরদার (৫০), মোঃ হাফিজুর সরদার (২৮), মোঃ মফিজুর সরদার (২৫), মোঃ পান্নু সরদার (৪৮), মোঃ ফারুক সরদার (৪০), মোঃ হুসাইন সরদার (২৫), মোঃ মোস্তাক সরদার (২০) এর। সম্পর্কে এরা মাসুম সরদারের চাচাত ভাই৷
এই বিরোধের জের ধরে বিভিন্ন সময়ে উপরে উল্লেখিত আসামীরা অহিদ সরদার ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ, মারপিট, খুন-জখম করার ভয়ভীতি ও হুমকি প্রদান করে। অহিদ সরদার গত মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল আনুমানিক ৩ টার সময় গরুর ঘাস কাটার জন্য বসত বাড়ীর পশ্চিম পাশে স্বত্ব দখলীয় জমিতে গেলে সকল আসামীরা পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিত ভাবে লাঠিসোটা, রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল, লোহার রড ইত্যাদি দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে বে-আইনী জনতাবন্ধে তাদের জমিতে অনধিকার প্রবেশ করে অহিদ সরদার কে অকথ্য ভাষায় গালি গালাজ শুরু করে। অহিদ সরদার আসামীদের গালি গালাজ করতে নিষেধ করলে ১নং আসামী সোবাহান সরদার অন্যান্য আসামীদের হুকুম দেয় অহিদ সরদার কে মারপিট করে খুন জখম করার।
সে আরো বলে মামলা মোকদ্দমা সে বুঝবে। এ হুকুম পেয়ে ২নং আসামী হাফিজুর সরদার তার হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে অহিদ সরদার কে খুন করার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে কোপ দিলে তিনি হাত দিয়ে কোপ ঠেকানোর চেষ্টা করলে ডান হাতের কনুইয়ের নীচে কোপ লেগে গুরুতর রক্তাক্ত কাটা জখম হয়। অহিদ সরদার জখমী অবস্থায় জমিতে পড়ে গেলে ১নং আসামী সোবাহান সরদার তার বুকের উপর উঠে পাড়িয়ে ধরে রাখে। ৩নং আসামী মফিজুর সরদার তার হাতে থাকা রামদা দিয়ে অহিদ সরদার কে খুন করার উদ্দেশ্যে ডান পায়ের হাটুর নীচে কোপ মেরে গুরুতর রক্তাক্ত কাটা জখম করে। ৬নং আসামী হোসাইন সরদার তাহার হাতে থাকা চাপাতি দিয়ে অহিদ সরদারের ডান পায়ের গোড়ালির উপরে কোপ মেরে কাটা জখম করে। ৫নং আসামী ফারুক সরদার তাহার হাতে থাকা লোহার রড দিয়ে অহিদ সরদার কে খুন করার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে বারি দিলে অহিদ সরদার ডান হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে ডান হাতের কনুইয়ের নীচে লেগে গুরুতর হাড় ভাঙ্গা জখম হয়। ৭নং আসামী মোস্তাক সরদার তাহার হাতে থাকা লাঠি দিয়ে অহিদ সরদার কে বাম হাতের কনুইয়ের নীচে বারি খেয়ে গুরুতর হাড় ভাঙ্গা জখম হয়। অহিদ সরদার জখমি অবস্থায় শোর চিৎকার দিলে আশে পাশে হতে সাক্ষী মোছাঃ মায়া বেগম (৫২), মোছাঃ আফরোজা বেগম (২৮) সহ আরো লোকজন এগিয়ে এসে অহিদ সরদার কে জখমী অবস্থায় রক্ষা করে।
আসামীরা অহিদ সরদার কে সাক্ষীদের মোকাবেলায় প্রকাশ্যে হুমকি দেয় যে ঘটনার বিষয় আইনে আশ্রয় নিলে খুন করে ফেলবে। সাক্ষীদের সহায়তায় অহিদ সরদার কে জখমী অবস্থায় উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। অহিদ সরদার বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মুমুর্ষ অবস্থায় চিকিৎসাধীন আছে।
এ বিষয়ে আইনের সহযোগী কামনা করেছেন অহিদ সরদারের পরিবার।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের বায়োডাটা, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), জেলা পরিষদ মার্কেট (২য় তলা), সদরপুর, ফরিদপুর। ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: [email protected] Web: http://kholakantha.com মোবাইলঃ +8801714140672
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের বায়োডাটা, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), জেলা পরিষদ মার্কেট (২য় তলা), সদরপুর, ফরিদপুর। ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: [email protected] Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672