

মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
আমতলীতে মিছিলের প্রস্তুতি সভার অভিযোগে পৌর যুবলীগ সভাপতি বরগুনা জেলা পরিষদের সাবেক সদস্য বিজ্ঞ আইনজীবী আরিফ-উল হাসান আরিফসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
২৩/৪/২৫ রোজ বুধবার রাত ৮ টার দিকে আমতলী থানা পুলিশ অভিযান চালিয়ে পৌরসভার ওয়াবদা এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয়। এদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
জানাগেছে, আমতলী পৌর যুবলীগ সভাপতি অ্যাডভোকেট আরিফ-উল হাসান আরিফ কিছু নেতাকর্মী নিয়ে শহরের ওয়াবদা এলাকার একটি বাসায় মিছিলের প্রস্তুতি সভা করছিল এমন অভিযোগের ভিত্তিতে আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ ওয়াবদা এলাকায় অভিযান চালায়। এ সময় পৌর যুবলীগ সভাপতি অ্যাডভোকেট আরিফ-উল হাসান আরিফ, নিষিদ্ধ ঘোষিত আঠারোগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি হাসিবুর রহমান হাসিব ও সদস্য মিরাজ হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তিনজনকে আটক করায় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে আটক আতঙ্ক বিরাজ করছে।
আমতলী উপজেলা যুবলীগ সাবেক সভাপতি ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খাঁন বলেন, অ্যাডভোকেট আরিফ-উল হাসান আরিফ একজন পরিচ্ছন্ন রাজনীতিবীদ। হয়রানী করতেই মিথ্যা অভিযোগে তাকে সহ তিনজনকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে কোন মামলা নেই।
আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, মিছিলের প্রস্তুতির সভার খবর পেয়ে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে বিশেষ আইনে মামলার প্রস্তুতি চলছে।
২৪/৪/২৫ রোজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হলে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অ্যাড,আরিফুল-হাসান আরিফের জাবিন মঞ্জুর করে বাকি ২জন কে জেল হাজতে প্রেরণ করেন।