

শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধি:
পাবনা সাঁথিয়া উপজেলাধীন গৌরীগ্রাম ইউনিয়নের এর অন্তর্গত চরপাকুড়িয়া গ্রামে অত্যন্ত গরীব ও অসহায় পরিবারের একজন সদস্য আর তিনি হলেন মোঃ মোয়াজ্জেম হোসেন ওরফে মুনু এর মেয়ে মোছাঃ মুন্নি খাতুন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে মানবতার সাথে জীবন যাপন করছে আর এই সংবাদটি প্রকাশিত হওয়ার পর মানুবিক সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না নিজের ব্যক্তিগত তহবিল থেকে কিছু অর্থ তুলে দিলেন মুন্নি খাতুনের হাতে। আর তিনি মানুবিক সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছা: রিজু তামান্নার হাত থেকে কিছু আর্থিক সহযোগিতা পেয়ে তাঁর প্রতি চির কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।