
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বরগুনা জেলার পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানিয়েছে সভাপতি কবির ও সাধারণ সম্পাদক তাপস।
আগামী ২০ মে মঙ্গলবার সারাদেশে কলম বিরতি পালনের আহবান জানানো হয়েছে।
সারাদেশের ন্যায় ঐদিন সকাল ১১টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, বরগুনা জেলা শাখার আয়োজনে বরগুনা প্রেসক্লাবের সামনে কলম বিরতি পালন করা হবে। উক্ত আয়োজনে সাংবাদিক ভাইদের অংশগ্রহণ বিশেষ ভাবে কামনা করছে।
অবিলম্বে রাষ্ট্র কর্তৃক সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন করে আইডি নাম্বার প্রদান, সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়নসহ ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে কলম বিরতি পালনের আহবান জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।
পেশার স্বার্থে, সাংবাদিকদের দাবি, অধিকার ও মর্যাদা রক্ষায় একজন গণমাধ্যম কর্মী হিসেবে ঐক্যবদ্ধভাবে কলম বিরতি পালনের আহবান এবং সফল করার দায়িত্ব আমাদের সকলের।