
স্টাফ রিপোর্টার মোঃ শাহাদাত হোসেন
মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কবিরাজপুর ছইফউদ্দিন ডিগ্রী কলেজের হলরুমে অধ্যাপক কাউসার আলম মিঠুর সঞ্চালনায় অধ্যক্ষ মৃনাল গাইন এর সভাপতিত্বে বিদায় সম্বর্ধনা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবিরাজপুর ছইফউদ্দিন ডিগ্রী কলেজের সভাপতি বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী এম এম আলহাজ্ব শাহজাহান নপ্তী। বক্তব্য রাখেন রাখেন ছাত্র ছাত্রীর মধ্যে থেকে অনন্যা আক্তার, শিহাব হোসেন। শিক্ষকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন প্রভাষক মোঃ শাহাদাত হোসেন, অধ্যাপক উজ্জ্বল কুমার মন্ডল, বিবেকানন্দ বৈদ্য, আব্দুল কাদির, সুশান্ত দত্ত।
অনুষ্ঠান শেষে বিদেশ শিক্ষার্থীদের দোয়া মাহফিল পরিচালক করেন অধ্যাপক আনোয়ার হোসেন চৌধুরী, অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ব্যক্তিগত তহবিল থেকে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষার উপকরন তুলে দেন ও সকল শিক্ষার্থীদের মিষ্টি মুখ করান।