
শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধি:
কাশিনাথপুর ইউনিয়ন এর কাবারিকোলা গ্রামে মাহিন খান টুটুল (১৭) নামে যুবক আত্মহত্যা করেছে। মাহিন উক্ত গ্রামের
মিঠুন খান মিঠু এর সন্তান।
স্থানীয়রা বলছে মাহিনের পিতা-মাতার সর্ম্পক বিচ্ছেদ হওয়ার পরে, তার মা অন্য একজায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে মাহিনের বাবা ঢাকা চলে যায়। মাহিনও কিছুদিন ঢাকায় বেসরকারি প্রতিষ্ঠানকে কর্মরত ছিলেন। পরে বাসায় আসলে তার দাদা-দাদি চাচারা তাকে সহ্য করতে পারতো না এবং কি তার জন্য খাবার রান্না হতোনা। তার খালা নিয়মিত খাবার পাঠিয়ে বা তাদের বাসায় রাখার চেষ্টা করতো। তবে এ সকল অবস্থাতে মাহিন মানসিকভাবে ভেঙে পড়ে। আজ তার নিজ বাড়িতে গাছের সাথে ফাঁস দিয়ে তার পরিবারের স্বস্তি দিয়ে বিদায় নেন তিনি।
দূরসম্পর্কের কাকা ইমন বলেন সে আমার সাথে সবসময় থাকতো। অনেক নম্র ভদ্র ছেলে ছিলো সে। সে মানষিক ভাবে তার পরিবারের কলহ মেনে নিতে না পেরে আজ আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আত্মহত্যার আগে তার বন্ধুকে হৃদয়বিদারক মেসেজ দেন মাহিন।
খবর পেয়ে কাশিনাথপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোস্তফা কামাল উক্ত স্থানে উপস্থিত হন। পরিবারের সহয়তায় গাছে ছুলে থাকা মাহিনের নিথর দেহ নিচে নামানো নয়। এখন লাশটি তার বাড়িতে রয়েছে।
এমন হৃদয়বিদারক ঘটনায় গ্রামে থমথম পরিবেশ বিরাজ করছে। এলাকায় লোক বলছে পিতা-মাতার বিচ্ছেদ ও পরিবারের কলহ সইতে না পাড়ায় সে সকলকে স্বস্তি দিয়ে চিরদিনের জন্য পরপারে বিদায় নিয়েছে। এটি একটি সামাজিক অবক্ষয় ও সমাজকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় কতটা নিষ্ঠুরতম আচরণ পেয়েছে তার পরিবার থেকে।