
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলায় ২১ জুন বিকেলে ঢেউখালী ইউনিয়নের বাবুরচর নতুন ডাঙ্গী গ্রামের মৃত তৈয়ব আলী মাতুব্বরের ছেলে দাদন মাতুব্বর( ৫০) ও তার স্ত্রী শিউলি (৪০) কে গোপন সংবাদের ভিত্তিতে ভাড়া বাসায় অভিযান চালিয়ে ২শত ইয়াবাসহ আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এব্যপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, দাদন মাতুব্বর দীর্ঘদিন মাদক বিক্রির সাথে জড়িত। তিনি এলাকায় ত্রাস হিসেবেও পরিচিতি থাকার কারণে এলাকাবাসী কেউ তার বিরুদ্ধে সাক্ষী দিতে ভয় পেত। সদরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) স্বারনী ১০(ক) ও ৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।