
রিয়াজ রহমান জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর সূর্যের আলো মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড থেকে তিন সদস্য অব্যাহতি চেয়ে জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা, সমবায় কর্মকর্তা ও সমিতির সভাপতি/ সম্পাদক বরাবর লিখিত আবেদন করেছেন। সদস্যরা হলেন কুবাজ পুর গ্রামের মদরিছ মিয়ার পুত্র মোঃ করম আলী, একই গ্রামের মৃত আব্দুল আলীর পুত্র মোঃ গোলাপ মিয়া, মৃত এবার আলীর পুত্র মোঃ রাজ মিয়া। অব্যাহতি প্রদানকারী সদস্যরা রবিবার (২২ জুন)জগন্নাথপুর উপজেলা সমবায় কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তা বরাবরে পৃথক পৃথক ভাবে লিখিত অব্যাহতি পত্র প্রদান করেন। এছাড়াও সূর্যের আলো মৎস্যজীবী সমবায় সমিতির লিমিটেডের সভাপতি/সম্পাদক বরাবর ডাক যোগে অব্যাহতি পত্র প্রেরন করেন। অব্যাহতি পত্রে উল্লেখ করেন পদত্যাগ কারী সদস্যরা প্রতিষ্ঠা লগ্ন থেকে সমিতির সদস্য হিসেবে রয়েছেন। সমিতির আয় ব্যয়ের কোন প্রকার হিসাব প্রদান না করায় সমিতি থেকে অব্যাহতি জন্য আবেদন করেন। এব্যাপারে মোঃ করম আলী, মোঃ গোলাপ মিয়া ও রাজ মিয়া জানান, আমরা মৎস্যজিবীগন নিজেদের উন্নয়নের জন্য কুবাজপুর সূর্যের আলো সমিতি গঠন করি। সমিতি গঠনের পর থেকে সভাপতি / সম্পাদক সমিতির আয়-ব্যয়ের কোন প্রকার হিসেব প্রদান না করা এবং সমিতির মাসিক সভা এমনকি বাৎসরিক সভা সম্পর্কে আমাদের অবগত করা হয়নি। সমিতির সভাপতি/ সম্পাদক তাদের নিজের মনগড়া মত সমিতি পরিচালনা করে আসছেন। যার কারনে আমরা সদস্য পদ থেকে অব্যাহতির আবেদন করেছি। অব্যাহতির পাশাপাশি সমিতি আয়-ব্যয়ের হিসেব গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানাই।