
বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দবির উদ্দীনের সাথে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি শওকত আলী শরীফের নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুব আহাদ, সাবেক সভাপতি শামসুল হুদা হুদু, সাবেক সভাপতি বোরহান আনিস, সিনিয়র সহ-সভাপতি বিলায়েত হোসেন লিটন, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, সাবেক সহ-সভাপতি জাকির হোসেন জাকারিয়া, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মোল্যা, সহ- সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, দপ্তর সম্পাদক শাহিদুজ্জামান শাহিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাসান রাহুল আল ফয়সাল, কার্যনির্বাহী কমিটির সদস্য মনিরুজ্জামান তুহিন, শফিকুল ইসলাম মন্টু, সাইফুল ইসলাম সাইফ, সদস্য এ কে এম সাইয়াদুর রহমান বাবলু, নিজাম নকীব, ও রেজাউল করিম সেলিম।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দীন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, জাতির বিবেক, সাংবাদিকদের কারনেই দেশে সকল দপ্তরের কর্মকান্ডই নির্ভেজাল করার চেষ্টা করে থাকেন সংশ্লিষ্টরা। তিনি সাংবাদিকদের আহ্বান করে বলেন আমার এখানে থাকা অবস্থায় সকল কর্মকান্ডে আমাকে আপনারা সার্বিক সহযোগিতা করবেন।