
নুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলার সদর ও কৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে পুলিশের সন্দেহের তালিকায় থাকা ৫জনসহ মোট ১৩ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে সদরপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা থানা ভাঙ্গচুর ও লুট, ডাকাতি ও মাদক কারবারের সাথে সম্পৃক্ত।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে যাত্রাবাড়ী গ্রামের মৃত সখি মাহমুদ তালুকদারের পূত্র মঞ্জুর তারুকদার (৩০), আমানত তালুকদারের পূত্র সজীব তালুকদার (২৪), সাইফুল সর্দারের পূত্র রাজিব সর্দার (৩৩), আসাদুজ্জামান সর্দার (৩৪), মৃত কুদ্দুস সর্দারের পূত্র ওবায়দুর রহমান (৩৮), কবির হোসেনের পূত্র সজীব হোসেন (৩৪), মৃত- বাবু প্রামানিকের পূত্র সাহেব আলী (২৮), কলম প্রামানিক (৪৮), সিদ্দিক প্রামানিকের পূত্র জনি প্রামানিক (৩৩), পিয়াজখালী বাছাড় ডাঙ্গী গ্রামের আমজাদ মোল্লার পূত্র জাহাঙ্গীর মোল্লা (২৮), সাড়েসাতরশি গ্রামের মৃত শাহ আলম বিশ্বাসের পূত্র ফারুক বিশ্বাস (৪১), শিবলী বিশ্বাস (৩৬) ও গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার ধারা বাসাইল গ্রামের শুশীল বৈদ্যর পূত্র অপূর্ব বৈদ্য (৩২)। পুলিশে বাদী হয়ে তাদের বিরুদ্ধে ১৪৩/৪৯/৪৪৮/১৮৬/৩২/৪৩৫/২৩৬/ ৩০৭/৩৭৯/৩৮০/ ৩৫৩/৪২৭/৫০৬(২)/৩৪ পেনাল কোড তৎসহ ১৫(৩) বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
সদরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ নাজমুল হাসান খোলাকন্ঠকে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং এ অভিযান অব্যহত থাকবে। এসময় তিনি অপরাধীদের গ্রেফতারে এলাকাবাসীকে তথ্য দিয়ে সহায়তা করার জন্যও আহ্বান জানান।