
শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধি:-
পাবনার সাঁথিয়া উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা অবৈধ চায়না জাল জব্দ করেছ পরে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
আজ মঙ্গলবার (১ লা জুলাই ) সকালে উপজেলার গ্রৌরীগ্রাম ইউনিয়ের সাতানির বিল থেকে এসব জাল জব্দ করা হয়।
সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না জানান, অবৈধ চায়না জাল সাতানির বিলে অভিযান চালিয়ে অবৈধ চায়না জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
তিনি আরো জানান, উপজেলার বিভিন্ন জায়গায় এসব চায়না জাল দিয়ে উপজেলার বিভিন্ন খাল বিলে অবাধে দেশীয় প্রজাতির মাছ ধরা হচ্ছে। এতে দেশীয় প্রজাতির মাছ হুমকীর মুখে পড়েছে। যে কারনে এসব চায়না জাল জব্দ করার জন্য আমাদের অভিযান চালছে। বেশ কয়েক দিন ধরে আমারা অভিযান চালিয়ে বিভিন্ন খাল-বিল থেকে বিপুল পরিমান অবৈধ চায়না জাল জব্দ করেছি এবং তা আগুনে পুড়িয়ে ধ্বংস করেছি। যাতে কেউ এসব জাল বিক্রি বা কিনতে সাহস না পায়। শুধু পোড়ানো হচ্ছে না বিক্রেতা ও ক্রেতাদের জরিমানার আওতায়ও আনা হবে । দেশীয় মাছ রক্ষার্থে আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।